দর্পণ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চায়।
রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বুধবার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, তারেক রহমান বাংলাদেশের আদালতের বিচারে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তার স্থান হওয়া দরকার কারাগারে। অথচ তিনি কারাগারে না থেকে বিদেশে (ব্রিটেন) অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।
তিনি বলেন, দুটি কারণে আমরা তাকে ফেরত চাওয়ার কথা বলেছি। এক. তারেক রহমানকে রাজনৈতিক আশ্রয় দিলে অন্য আসামিদের ক্ষেত্রেও তা দৃষ্টান্ত হিসেবে ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাবে এবং দুই. দেশের আদালত তাকে শাস্তি দিয়েছে, তাই তার জায়গা হবে কারাগারে।
আনিসুল হক বলেন, যুক্তরাজ্য চায় না এই একটি কারণে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষুণ্ণ হোক। তাই আমরা ইস্যুটি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি। তিনি এখন বিষয়টি নিয়ে তাদের সরকারের সঙ্গে আলোচনা করবেন।