গোফরান পলাশ, পটুয়াখালী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও জাতীয় সাংস্কৃতিক
প্রতিযোগিতার বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০টায় পটুয়াখালী শিশু একাডেমি প্রাঙ্গনে বাছাই প্রতিযোগিতার উদ্বোধন করেন বরেন্য শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা পটুয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট উজ্জল বোসের সভাপতিত্বে
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক মানস কান্তি দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, জেলা শিশু সংগঠক আবদুস সালাম, পটুয়াখালী খেলাঘর
আসরের সংগঠক ও ডিবিসি নিউজের পটুয়াখালী প্রতিনিধি নিনা আফরিন।
এ সময় বক্তারা বলেন প্রতি বছরের ন্যায় এবার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করবে এবং সেখানে আমাদের পটুয়াখালীর ছেলে মেয়েরা অংশ নেবে এটা অত্যন্ত আনন্দের বিষয়। গত বছর জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পটুয়াখালীর তিন জন জাতীয় পুরস্কার অর্জন করেছে। এবারও যারা জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করবে তারা পটুয়াখালীর মুখ উজ্জ¦ল করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা। সারাদিন ব্যাপী চলমান এ বাছাই প্রতিযোগিতায় নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, দেশাত্ববোধক গান, পল্লী গীতি, বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, সাধারন নৃত্য, লোক নৃত্য, ছবি আঁকাসহ বিভিন্ন দফায় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করে।