দর্পণ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, যেসব দেশ অনুমতি ছাড়া সিরিয়ায় সেনা মোতায়েন করেছে তারা আগে হোক পরে হোক সেখান থেকে চলে যাবে। তিনি আজ (শনিবার) সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছে এ কথা বলেছেন।

বাকেরি বলেন, অবৈধ বিদেশি সেনাদের সিরিয়া ত্যাগের বিষয়টি নিয়ে ত্রিদেশীয় বৈঠকে আলোচনা হবে। সিরিয়া, ইরান ও ইরাকের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকে যোগ দিতেই তিনি এখন দামেস্ক সফর করছেন।

ত্রিদেশীয় এই বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার বিষয়ে সমন্বয় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানান।

মেজর জেনারেল বাকেরি বলেন, ত্রিদেশীয় বৈঠকের পাশাপাশি সিরিয়া ও ইরাকের সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গত কয়েক বছর ধরে সমন্বিত পদক্ষেপ নিচ্ছে ইরান, সিরিয়া, রাশিয়া ও ইরাক।