দর্পণ ডেস্ক : ২০২০ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে ভারত । ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। ফিফা প্রেসিডেন্ট জিওয়ান্নি ইনফ্যান্তিনো শুক্রবার বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভারত ২০২০ সালের অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের আয়োজন করবে।’

ভারত এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফিফার বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। এর আগে ২০১৭ সালে তারা ফিফার অনূর্ধ্ব-১৭ পুরুষ বিশ্বকাপ আয়োজন করে। কলকাতায় ওই আসরের ফাইনালে ইংল্যান্ড ৫-২ গোলের ব্যবধানে স্পেনকে হারায়। এবার বয়সভিত্তিক নারী দলের ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ এসেছে তাদের সামনে।

এ নিয়ে সপ্তমবারের মতো অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলের বৈশ্বিক আসর আয়োজিত হতে যাচ্ছে। এর মধ্যে এশিয়ায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ২০১৬ সালে এশিয়ার জর্ডানে বসে এর আসর। ওই আসরে উত্তর কোরিয়া শিরোপা জেতে। আগের ছয়বারের চারবারই অবশ্য বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এশিয়ার দল শিরোপা জিতেছে।

২০২০ সালের অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজনের জন্য ফ্রান্স এবং ভারত আগ্রহ প্রকাশ করে। শেষ পর্যন্ত ভারতই আয়োজনের সুযোগ পায়।