দর্পণ ডেস্ক : জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কিছু সদস্য। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদের কথা অনুযায়ী, মসজিদ থেকে মাত্র ৫০ গজের মতো দূরে ছিলেন তারা। যা ভয়াবহ এই সন্ত্রাসী হামলা থেকে বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশ দলকে। ওই হামলায় এখন পর্যন্ত প্রায় অর্ধশত মানুষ মারা গেছেন। আরও প্রায় অর্ধশত মানুষ গুরুতর আহত হয়েছেন। তবে বাংলাদেশ দল ভালো আছে। তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন অনেকে।

টুইট করে নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন। ভারতীয় অধিনায়ক বিরাটা কোহলি, পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক হতাহতের প্রতি শোক এবং বাংলাদেশ দলের নিরাপদে থাকায় শুভকামনা জানিয়েছেন।

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শাহিদ আফ্রিদিও খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ দলের। তিনি বাংলাদেশ ওপেনার তামিমের সঙ্গে কথা বলেছেন বলে এক টুইটে উল্লেখ করেছেন, ‘ক্রাইস্টচার্চে ভয়ংকর শোকাবহ ঘটনা ঘটেছে। নিউজিল্যান্ডকে আমি সব সময় নিরাপদ এবং সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে জানি। ওখানকার মানুষ খুবই বন্ধুপরায়ন। তামিমের সঙ্গে আমার কথা হয়েছে। বাংলাদেশ দল ও কোচিং স্টাফরা সবাই নিরাপদে আছেন জেনে স্বস্তি পাচ্ছি।’

তিনি সন্ত্রাসী হামলার নিন্দ্বা জানিয়ে বলেন, ‘এসব থামাতে বিশ্বকে একত্র হতে হবে! সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। শোকসন্তপ্ত পরিবারের জন্য আমার প্রার্থনা।’