ছবি-সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে ছাত্রলীগ থেকে নবনির্বাচিত নেতারা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে করে গেলেও স্বতন্ত্ররা গেলেন গণভবন থেকে পঠানো গাড়িতে।
ভিপি নুরুল হক নুর জানান, স্বতন্ত্রদের জন্য গণভবন থেকে আলাদা গাড়ি পাঠানো হয়েছে। আমরা ওই গাড়িতে করেই গণভবনে যাচ্ছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচিত হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫জনসহ ২৫৯ জন গণভবনে যাচ্ছেন।
শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত নেতাদের সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, দুই প্রো-ভিসি, বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা ছাড়াও শিক্ষক নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।