দর্পণ ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার সঙ্গে আমেরিকার সামরিক ও রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এ প্রেক্ষাপটে ভেনিজুয়েলা থেকে বাকি সব কূটনীতিক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। আগেই বহু কূটনীতিক প্রত্যাহার করেছে মার্কিন প্রশাসন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার রাতে তার টুইটার পোস্টে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলা থেকে চলতি সপ্তাহে সমস্ত কূটনীতিক দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে।

তার ভাষায় ভেনিজুয়েলার অবনতিশীল পরিস্থিতিরি জন্য কারাকাসকে সতর্ক করে পম্পেও বলেন, লাতিন আমেরিকার দেশটি থেকে কূটনীতিক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। তিনি জানান, এরইমধ্যে জরুরি নয় এমন সরকারি কর্মচারিদেরকে ভেনিজুয়েলা থেকে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।
কিছুদিন আগে ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুতগতিতে তাকে স্বীকৃতি দেন। এ নিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের কূটনৈতিক ও সামরিক উত্তেজনা দেখা দেয়। মাদুরো বলছে, তার দেশের তেল সম্পদকে লুট করার জন্য পৈশাচিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মার্কিন সরকার।