দপর্ণ ডেস্ক : আইসিসির নতুন নিয়ম অনুযায়ী বিশ্বকাপের আগে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ এপ্রিলের মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বোর্ড।
সোমবার মিরপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তবে, দল ঘোষণার পরবর্তী এক মাসের মধ্যে খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রাখছে আইসিসি।

প্রতি বিশ্বকাপের আগে আইসিসির বেধে দেয়া নিয়ম অনুযায়ী ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাধ্যতামূলক ছিল। ইনজুরির কারণে কোনো ক্রিকেটার পরিবর্তন করতে হলে প্রাথমিক দলের ওই ক্রিকেটারদের মধ্যে করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু, আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। থাকছে না কোনো প্রাথমিক দল। তাই সব দলগুলো যুক্তিযুক্ত কারণে খেলোয়াড় পরিবর্তনের সুযোগ পাবে উন্মুক্তভাবে।
২৩ এপ্রিলের মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত ১৫ সদস্যের দল ঘোষণা করতে হবে। স্ট্যান্ডবাই তালিকায় থাকবে ৬ থেকে ৭ জন। তবে, বিশ্বকাপের সম্ভাব্য দল নিয়ে ২২ এপ্রিল থেকে দেশে ক্যাম্প করার পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টের পর ১৮ থেকে ২৩ মে ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল।