দর্পণ ডেস্ক : আবারও রিয়াল মাদ্রিদের কোচ হলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের অফিশিয়াল টুইটার পেজে বলা হয়েছে, জিনেদিন জিদান রিয়ালের কোচ হচ্ছেন।
রিয়ালের হেড কোচ হিসেবে তার নতুন চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। গত মৌসুমে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার পর পরই সবাইকে অবাক করে দিয়ে রিয়াল থেকে বিদায় নেন জিদান।
এদিকে, চলতি মৌসুমে কোনো শিরোপা জেতার সুযোগ নেই রিয়ালের। একমাত্র লা লিগার শিরোপার মীমাংসা বাকি রইলেও শীর্ষে থাকা বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। শিরোপা না জিতলেও দ্বিতীয় স্থন দখল আর বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার কাজটা অন্তত করতে পারবেন জিদান।