দর্পণ ডেস্ক : ইরানের শিশু অধিকার কনভেনশন বিষয়ক জাতীয় কমিটির সচিব মাহমুদ আব্বাসি বলেছেন, প্রায় পাঁচ লাখ আফগান শিশু বিনা বেতনে ইরানে লেখাপড়া করছে। তিনি আজ (সোমবার) জেনেভায় জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটির প্রধান রিনাত ভিন্তারের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন।

মাহমুদ আব্বাসি বলেন, গত চার দশকে ইরান আফগান শরণার্থীসহ ৪০ লাখ বিদেশিকে আশ্রয় দিয়েছে। কিন্তু ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাস্তুহারা ১০ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শরণার্থীরা ইউরোপীয় দেশগুলোতে প্রবেশ করতে গিয়ে ইস্পাত কঠিন দেওয়ালের সম্মুখীন হয়েছে।

এ সময় তিনি ইয়েমেনি ও ফিলিস্তিনি শিশুদের নির্মম পরিস্থিতির বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের নীরবতার সমালোচনা করেন। মাহমুদ আব্বাসি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার কারণে সৌদি আরবের শাসক গোষ্ঠী ও ইহুদিবাদীরা তাদের অন্যায় তৎপরতা অব্যাহত রেখেছে এবং তাদের ঔদ্ধত্য ক্রমেই বাড়ছে।

এ বৈঠকে জাতিসংঘের নারী অধিকার কমিটির প্রধান রিনাত ভিন্তার শিশু অধিকার বাস্তবায়নে ইরানের ভূমিকার প্রশংসা করেন।