দর্পণ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের কোনো দেশের সঙ্গে উত্তেজনা চায় না; এমনকি রিয়াদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও উত্তেজনা পরিহারের চেষ্টা করছে তেহরান।

ইরাক সফররত জারিফ রোববার বাগদাদে ইরাকি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আসন্ন ইরাক সফরের ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বর্তমানে বাগদাদে অবস্থান করছেন। প্রেসিডেন্ট রুহানি তিনদিনের রাষ্ট্রীয় সফরে আজ (সোমবার) আরো পরে বাগদাদের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন বলে কথা রয়েছে। ২০১৩ সালে ক্ষমতায় আসার পর এই প্রথম তিনি ইরাক সফরে যাচ্ছেন।
তিনি সৌদি আরব সফরে যাবেন কিনা একজন ইরাকি সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জারিফ বলেন, আপাতত এ ধরনের সফরের কোনো পরিকল্পনা তার নেই, তবে একইসঙ্গে প্রয়োজনে রিয়াদ সফরে যেতেও তার কোনো আপত্তি থাকবে না। কারণ, মধ্যপ্রাচ্যে যে দেশটি উত্তেজনা সৃষ্টি করছে সেটি হচ্ছে সৌদি আরব; ইরান নয়।