দর্পণ ডেস্ক : মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ দেশে মুক্তি পাবার পর এবার দেশের বাহিরেও মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে। জানা গেছে দেশের গন্ডি পেরিয়ে আরো তিনটি দেশে মুক্তি পাবে ‘যদি একদিন’।

ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানালেন, অস্ট্রেলিয়া-কানাডা-আমেরিকায় এই তিন দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘যদি একদিন’। কানাডায় ২২ মার্চ, অস্ট্রেলিয়াতে ৩১ মার্চ এবং আমেরিকায় এপ্রিলের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। একইমাসে ফ্রান্স, আয়ারল্যান্ডেও মুক্তির প্রক্রিয়া চলছে।

এ ছবির ফলাফল বেশ ভালো পাচ্ছেন, এমনটাই জানিয়েছেন তাহসান খান, তাসকিন, শ্রাবন্তী সহ ছবির অন্যান্য অভিনয়শিল্পীরা। ছবিতে আরও অভিনয় করেছেন শিশুশিল্পী রাইসা, সাবেরি আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশার প্রমূখ।