দর্পণ ডেস্ক : ঠোঁটকাটা হিসেবে সর্বমহলে পরিচিতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। আর তার জন্য প্রায়ই খবরের শিরোনাম হন এই সুন্দরী। সম্প্রতি স্বীকার করলেন, সম্পর্কে জড়িয়েছেন তিনি। কঙ্গনার সর্বশেষ ছবি ‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’ বক্স অফিসে ভালো আয় করেছে। সে উপলক্ষে একটি সফলতার পার্টিরও আয়োজন করেন তিনি। সেখানেই সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন, কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কি না? যদিও মানুষটির পরিচয় দেননি, তবে বলেছেন তার জীবনে ‘একজন আছে’। এর আগে বিষয়টি বার বারই এড়িয়ে গেছেন তিনি। কিন্ত এবার গোপন কথা আর গোপন রইলো না।
কঙ্গনা বলেন, আমার জীবনে একজন আছে। সে জায়গায় আমি ভালোই আছি। আমি মনে করি না যে প্রতিদিন ডেটিংয়ের প্রয়োজন আছে। এমন বয়সে পৌঁছেছি যে সঙ্গ তো চাই, যা আমার জীবনে প্রেরণাদায়ক। আমার রোমান্টিক দিকও আছে। একজন শিল্পী হিসেবে মনে করি, ভেতরে ইচ্ছে থাকাটা, জীবনকে জাগিয়ে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রেমের বাইরে একটা জীবন ভাবতেও পারি না। এর আগে কঙ্গনা জানিয়েছিলেন, হৃতিক রোশনের সঙ্গে সম্পর্ক ছিল তার। তবে হৃতিক বরাবরই এ কথা অস্বীকার করেছেন। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। দুই তারকাই একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে নানা অভিযোগ তুলেছিলেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.