দর্পণ ডেস্ক : মালাইকা অরোরা ও অর্জুন কাপুর আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন- এমন খবর এখন জোরালোভাবেই ভেসে বেড়াচ্ছে বলিউডে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও এ নিয়ে একের পর এক খবর প্রকাশ হচ্ছে। অথচ এরই মাঝে সবাইকে চমকে দিয়েছে আরো একটি খবর। সব ভুলে ফের এক হচ্ছেন মালাইকা ও তার প্রাক্তন স্বামী আরবাজ খান। তবে এ এক হওয়া দাম্পত্য জীবনে নয়, ঘটছে শুটিং ফ্লোরে। জনপ্রিয় এক ড্যান্স রিয়েলিটি শোতে বিচারকের আসনে একসঙ্গে দেখা যাবে এ দুজনকে। জানা গেছে, নতুন সিজনের এই ড্যান্স রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে নির্মাতারা খুঁজছেন ডিভোর্সি কাপল। এমন অদ্ভুত সিদ্ধান্তের কারণ জানতে চাইলে শোয়ের প্রধান পরিচালক জানান, রিয়েলেটি শোয়ের শুটিং চলাকালীন যদি বিচ্ছেদ হওয়া দম্পতিরা তাদের মধ্যকার দূরত্ব ভুলে গিয়ে আবার এক হয়, তবে সেটাই হবে দারুণ প্রাপ্তি।
এমন প্রস্তাব পেয়ে ইতিমধ্যেই আরবাজ নাকি ইতিবাচক উত্তর দিয়েছেন। তবে, মালাইকা এখনো তার সিদ্ধান্ত জানাননি। প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর একসঙ্গে ঘর করার পর ২০১৭ সালে বিচ্ছেদ ঘটে মালাইকা-আরবাজ দম্পতির। তবে বিচ্ছেদের পর আলাদা ভাবে বেশ ভালো জীবন পার করছে দুজনই। একদিকে আরবাজ যেমন প্রেমিকা জর্জিয়া আদ্রয়ানিকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন, তেমনি অন্যদিকে মালাইকা হাবুডুবু খাচ্ছেন অর্জুন কাপুরের প্রেমে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.