দর্পণ ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলার সময় আরো দুই দিন বাড়ানো হয়েছে প্রকাশকদের দাবির মুখে। ফলে মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। বাড়তি এ দুই দিন সকাল সাড়ে ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

১৯৮৪ সালে বাংলা একাডেমির আয়োজনে শুরু হওয়ার পর থেকে গ্রন্থমেলা ফেব্রুয়ারি মাসজুড়েই চলেছে। এবারই প্রথমবারের মতো মেলার সময়সীমা বাড়ানো হলো।

২৭ ফেব্রুয়ারি মেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই প্রকাশকরা দাবি জানাতে থাকেন বইমেলার সময় বাড়ানোর। এ নিয়ে মেলার শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির সঙ্গে বৈঠক করতে থাকেন প্রকাশক নেতারা। এক পর্যায়ে জানিয়ে দেয়া হয়, মেলার দিন বাড়বে না, তবে শেষ দিনের মেলা বাড়বে আধা ঘণ্টা। সে হিসেবেই চলছিল মেলা। অবেশেষে রাত ৮টার দিকে মেলার সময়সীমা দুই দিন বাড়ানোর ঘোষণা আসে।

বিষয়টি নিশ্চিত করে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মেলার দিন বাড়ানো হয়েছে। শুক্র ও শনিবারও মেলা চলবে।