দর্পণ ডেস্ক : বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বিশাল ব্যবধানে জয় পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
ভোট গণনার পর রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ফলাফল ঘোষণার সময় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
এতে নৌকা প্রতীকে আতিকুল পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। অপরদিকে, লাঙ্গল প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।
এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির সম্প্রসারিত ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। ডিএসসিসির ১৮টি ওয়ার্ডের ২৩৫টি কেন্দ্র এবং ডিএনসিসির ১২৯৫টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি এই ওয়ার্ডগুলোতে ১২টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট হয়। ফলে ডিএনসিসির মেয়রের সঙ্গে ৩৬টি ওয়ার্ডে প্রথমবারের মতো ৪৮ জন (সংরক্ষিতসহ) নতুন কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন। এছাড়া ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার ওসমান গনি মারা যাওয়ায় তার ওয়ার্ডেও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুতে উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে এই নির্বাচন অনুষ্ঠিত হলো।