দর্পণ ডেস্ক : অধিকৃত গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ার উদ্যোগ নিয়েছেন আমেরিকার ক্ষমতাসীন রিপালিকান দলের আইনপ্রণেতারা। এজন্য তারা একটি বিল উত্থাপন করেছেন। বিষয়টি এখনো অনুমোদন করেন নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিলটি কংগ্রেসে উত্থাপন করেছেন সিনেটর টেড ক্রুজ, টম কটন ও প্রতিনিধি পরিষদের সদস্য মাইক গ্যালাগার। তারা বিলে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি হুমকি সৃষ্টি করেছে।
বিল উত্থাপনকারী আইনপ্রণেতারা বলেন, গোলান মালভূমি ব্যবহার করে যাতে কেউ হামলা করতে না পারে গত ৪০ বছর ধরে আমেরিকা তা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।
এ বিলের প্রতি ডেমোক্র্যাট দলের কোনো সমর্থন নেই। এছাড়া, আমেরিকা-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাক বিলের বিষয়ে মুখ বন্ধ করে আছে।
ইহুদিবাদী ইসরাইল দীর্ঘদিন ধরে গোলান মালভূমিকে নিজের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য আমেরিকার ওপর চাপ সৃষ্টি করে আসছে। ১৯৬৭ সালের যুদ্ধে গোলান মালভূমির একটা অংশ দখল করে নেয় ইসরাইল।