২৪ ঘণ্টায় পার না হতেই ফের ভারতের আকাশে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের যুদ্ধবিমানের। জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভারতের আকাশে অনুপ্রবেশের চেষ্টা করে দুটি পাকিস্তানের যুদ্ধবিমান। কিন্তু অ্যালার্টে থাকা ভারতীয় বিমানবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান সঙ্গে সঙ্গে সেটিকে তাড়া করে বলে জানা যাচ্ছে।

শুধু তাই নয়, ভারতের আকাশে ঢোকার চেষ্টা করছে পাকিস্তানের যুদ্ধবিমান তা দেখা মাত্র অ্যালার্ট হয়ে যায় ভারতীয় স্থল সেনাও।

উল্লেখ্য, বুধবার সকালে ভারতের আকাশে চারটি পাকিস্তানের যুদ্ধবিমান ঢুকে পড়ে। যার মধ্যে একটিকে ধ্বংস করে বলে দাবি করে ভারত। সেই রেশ কাটতে না কাটতেই ফের ভারতের আকাশে পাকিস্তান যুদ্ধবিমানের অনুপ্রবেশের চেষ্টা।
অন্যদিকে, বুধবার কাশ্মীরে আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানের সেনাবাহিনী। এর মধ্যে একটি বিমান কাশ্মীরে ভারত সীমান্তে পড়লেও অপরটি পড়ে পাকিস্তানের মধ্যে। ওই বিমানে থাকা পাইলটকে আটক করা হয়। এছাড়া ভারতীয় বিমান বাহিনীর বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া যায়।