দর্পণ ডেস্ক : তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার নিজেই জানিয়েছেন, বাংলাদেশে পর্নো সাইট বন্ধের পাশাপাশি ফেসবুক আইডিও বন্ধ করা হচ্ছে। এর মধ্যে ২০ হাজার পর্নো সাইট বন্ধ করা হয়েছে। আর ফেসবুক আইডি বন্ধ হয়েছে দেড় হাজার।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, শিশুসহ সকল বাংলাদেশির জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া সাইটগুলোর মধ্যে বেশির ভাগই বিদেশি। গত বছরের নভেম্বরে হাইকোর্টের তরফে বাংলাদেশ সরকারকে পর্নো সাইট ও অশ্লীল কনটেন্ট প্রকাশ করা সাইটগুলোকে বন্ধ করার নির্দেশ দেয়া হয়। এর প্রেক্ষিতে পর্নো সাইটের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ফেসবুক প্রোফাইল, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটগুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং গভীর নজরদারির মধ্যেও রাখা হয়েছে।
ফেসবুক আইডি বন্ধ প্রসঙ্গে মোস্তাফা জব্বার বলেন, এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারা উগ্র মতবাদ, ঘৃণাসূচক মন্তব্য, বিকৃত ছবি, উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে আসছিল। ফেসবুক কর্তৃপক্ষকে এসব আইডি বন্ধ করার অনুরোধ জানানো হয়। উল্লেখ্য যে, দেশের জনসংখ্যা বর্তমানে প্রায় ১৭ কোটি। এর মধ্যে ৯ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন।