মোঃ আবু সাঈদ সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ জমির খারিজ বাবদ  সরকারি র্নিধারিত টাকা ছাড়াও সন্মানি নামে মোটা অংকের ঘুস নিয়ে জমির খারিজ করার মত দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে নাটোরের সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়নের ভূমি কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে।
বুধবার সকালে উপডজেলা নির্বাহী অফিসার বরাবর এক ভুক্ত ভোগীর অভিযোগ পত্রে এই ঘুষ দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। রহমত ইকবাল অনার্স কলেজের সহকারী অধ্যাপক জুলফিকার আলী হায়দারের স্বাক্ষরিত অভিযোগে বলেন-আমি এক বছর আগে ইটালী তহশীল অফিসে আমার সম্পত্তি খারিজ করার জন্য সরকারি ফি সহ প্রয়োজনী কাগজ পত্রাদী জমা দেই। তহশীলদার মোঃ তাজুল ইসলাম আমার কাছ থেকে সন্মানি টাকা দাবি করে। আমি দিতে না চাইলে দীর্ঘ সময় ধরে আমাকে হয়রানি করে ১বছর পর আমার জমির খারিজ না মঞ্জুর করে প্রতিবেদন দেয়। অথচ,আমার জমির একই দাগের আরেক সম্পত্তির খারিজ সন্মানি টাকা দেওয়ার কারনে মাত্র ৪ মাসে মাথায় খারিজ সম্পর্ন হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন-তার অভিযোগ সত্য নয়। তার কাছ থেকে কোন টাকা দাবি করি নাই। জমির কাগজ পত্রে কিছু ত্রুটি  থাকায় খারিজ না মঞ্জুর হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন-অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত  ব্যাবস্থা নেওয়া হবে।