দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধিঃ  কলাপাড়া সদর থেকে পায়রা (১৩২০ মগাওয়াট) তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসার একটাই সচল রাস্তা। টিয়াখালী’র রাস্তা দিয়ে শত শত যান চলাচল করে দিন রাতে। হালকা, মাঝারি, ভারী সব প্রকার যান চলাচল করে এই রাস্তায়। নির্মানাধীন ফোর-লেন এর পাশের একটি কালভার্টে কিছুদিন আগে থেকে স্লাব ভেংগে তৈরি হয়েছে গর্ত। দেশী বিদেশী ইঞ্জিয়ারদের চলাচল ব্যহত হচ্ছে। পেশার তাগিদে কর্মস্থলে পৌছাচ্ছে সবাই জীবনের ঝুঁকি নিয়ে।

স্থানীয়দের সাথে যোগাযোগে জানা যায়, এই কালভার্টে এর মাঝে ফেঁসে গেছে কয়েকটা ভারী ট্রাক। যেগুলো বিদ্যুৎ কেন্দ্রের ইকুইপমেন্ট আনার কাজে ব্যবহৃত হচ্ছে। গর্তটি এখন এত বড় যে ভারী কোন যান এই রাস্তাইয় চলাচল করতে পারেনা।

টিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শীমু মীরের সাথে ফোনালাপে জানা যায়, বিষয়টি তিনি অবগত; তার নিষেধ উপেক্ষা করে ভারী যান চলাচলের ফলেই হালকা কালভার্টে গর্ত তৈরি হয়েছে। তিনি জানান, উপাজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন। বিদেশী অতিথীদের নিরাপত্তা সবার আগে।