দর্পণ ডেস্ক : ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারে ২০০ ওয়ানডে খেলার কৃতিত্ব দেখালেন মুশফিকুর রহীম।
গেল এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পান মুশফিক। ওই ম্যাচে ১৪৪ রান করেন, যেটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। উইকেটরক্ষকের গ্লাভস হাতে বাংলাদেশের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডটিও মুশফিকের। গত বছর দেশের প্রথম উইকেটরক্ষক হিসেবে মুশফিক ২০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করেন।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এমন ল্যান্ডমার্ক স্পর্শ করেন বাংলাদেশি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বাংলাদেশের ক্যাপ মাথায় ২০০ ওয়ানডে খেলার কৃতিত্ব রয়েছে আর কেবল মাশরাফি বিন মুর্তজার। গত ডিসেম্বরে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলেন বাংলাদেশ অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একশ ম্যাচে অধিনায়কত্ব করার কীর্তি গড়েন মাশরাফি। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মুশফিকুর রহীমের। ক্যারিয়ারে ১৯৯ ওয়ানডেতে ব্যাট হাতে মুশফিকের সংগ্রহ ৩৭.৭৪ গড়ে ৫ হাজার ৩৫১ রান। ওয়ানডে ক্যারিয়ারে ছয়টি সেঞ্চুরি ও ৩২টি হাফসেঞ্চুরি রয়েছে তার।