দর্পণ ডেস্ক : সৌদি আরবের উচ্চপর্যায়ের সূত্র দাবি করেছে, সৌদি ও ইসরাইলের সম্পর্ক উন্নয়নের জন্য উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে গোপন যোগাযোগ হয়েছে। যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের শাসনামলে দু’দেশের সম্পর্ক কল্পনাতীত অগ্রসর হলেও এই সম্পর্ককে চূড়ান্ত পর্যায়ে নিতে চায় রিয়াদ।
তবে সম্পর্ক পাকাপোক্ত হওয়ার আগে রিয়াদের কর্মকর্তারা বিষটিকে এখনও গোপন রাখতে চায়। রিয়াদ বিষয়টি গোপন রাখতে চাইলেও ইসরাইলের দুটি পত্রিকা গত দুই সপ্তাহ ধরে বিষয়টির ওপর ব্যাপক পর্যালোচনা করায় বিপাকে পড়েছে সৌদি। ফলে সৌদি আরব পত্রিকা দুটির ওপর বেশ চটেছে। পত্রিকা দুটি হলো, ইসরাইলি দৈনিক হারেৎজ ও হিব্রু চ্যানেল১৩।
এই মুহূর্তে রিয়াদ বিষয়টি পরিপূর্ণ গোপন রাখতে চায়। কারণ বিষয়টি জানাজানি হয়ে গেলে আরব ও ইসলামী বিশ্ব তাদের ওপর ক্ষিপ্ত হয়ে যাবে। রিয়াদ এ বিষয়ে পত্রিকা দুটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলেছে ইসরাইলকে। ইসরাইল এতটুকু রাজি হয়েছে যে, সৌদি কর্মকর্তাদের সঙ্গে তাদের যে কোনো বৈঠক বা যোগাযোগের গোপনীয়তা রক্ষা করবে।
উল্লেখ্য, গত সপ্তাহজুড়ে ইসরাইলি পত্রিকা উভয় দেশের গোপন সম্পর্কের ব্যাপারটিকে খুব জোরালোভাবে আলোচনায় এনেছে।