স্বপন বিশ্বাস, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা শালিখায় খুলনা বিভাগীয় কমিশনার জনাব লোকমান হোসেন মিয়ার আগমন উপলক্ষে উপজেলা সভাকক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমী মজুমদার। গতকল সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করনে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সরদার ফারুখ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমী মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পদক এ্যাডঃ শ্যামল কুমার দে, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাব শালিখার সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সম্পাদক নওয়াব আলী, আব্দুর রউফ, তুহিন ইসলাম, দীপক চক্রবর্তী , জি, আর, এম তারেক, দেব্রত কুমার দেবু, মোস্তাক আহম্মেদ, মাসুম বিল্লাহ, হাসানুজ্জামন মুন্সী প্রমূখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব সুমী মজুমদার বলেন শালিখা উপজেলাকে সন্ত্রাস ও মাদক মুক্ত উপজেলা ঘোষনা করতে আগামী ১৯ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় কমিশনার জনাব লোকমান হোসেন মিয়া আগমন করবেন। এ ছাড়া তিনি বিগত বছরগুলোতে বিভিন্ন কাজে শালিখার কৃতিত্ব অর্জনের কথা তুলে ধরেন।