দর্পণ ডেস্ক : ইরানের ইসলামি বিজয়ের ৪০তম বার্ষিকী নজিরবিহীন উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে। রচিত হয়েছে নতুন আরেক ইতিহাস। ঐতিহাসিক এ দিবসের আগে রাত থেকে ঐতিহ্যগত ভাবে শুরু হয়েছে বিজয়ে এ দিবস পালনের অনুষ্ঠান।
এমন এক অনুষ্ঠান হয়ে গেল তেহরানের আজাদি চত্বরে। বিপ্লবের সূচনা থেকে সফলতা, নিষেধাজ্ঞা ও বাধার বিন্ধ্যাচল অতিক্রম করে বিজ্ঞান ও প্রযুক্তি জগতে ইরানের অকল্পনীয় উন্নতি সবই ছবি ও কথার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হলো তেহরানের আজাদি মিনারে। শীত এবং হিমেল বাতাসকে উপেক্ষা করে তা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছে হাজার হাজার মানুষ। এরপর, হাজার মানুষের আল্লাহ আকবর ধ্বনি এবং আতশবাজির অপরূপ নকশা ফুটিয়ে তোলার মধ্য দিয়ে শেষ হলো হৃদয়গ্রাহী এ আয়োজন।