দর্পণ রিপোর্ট: গত ৮ ফেব্রুয়ারি, শুক্রবার দৈনিক যুগান্তর পত্রিকায় শেষের পৃষ্ঠায় কুয়াকাটায় পাউবোর জমি দখল সংক্রান্ত প্রকাশিত খবরে কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা বলেন- প্রকাশিত খবরটির আমি ভিন্নমত প্রকাশ করছি এবং প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান মহিব সাহেবকে ভুল তথ্যের ভিত্তিত দায়ী করা হয়েছে। প্রকৃতপক্ষে ওই জমি এমপি সাহেব ১৯৯৭ সালে ক্রয় করেছেন। যার মৌজা লতাচাপলী, দলিল নং ৩০৫০। তারিখঃ- ০৯-১২-১৯৯৭, এস এ খতিয়ান নং-১১৬০। দাগ নং-৫৩৬৩, ৫৩৮৪, ৫৩৪৮, ৫৩৪৯, ৫৩৫০, ৫৪৮৫, ৫৪৮৬,৫৪৮৪ বিএস মৌজা কুয়াকাটা। বিএস খতিয়ান ১২৫৮, দাগ নং-২৬২৬, ৩২৪৯, ৩২৫০, ৩২৫১, ৩২৫৫, ৩২৫৭, ৩২৫৯, ৩২৬০, ৩২৬১, ৩২৬২, ৩২৬৩। এসবের বর্তমান দাখিলা পর্যন্ত আছে। যা দীর্ঘ বছর তিনি সীমনা নির্ধারণ না করার কারণে বর্তমানে সীমানা নির্ধারণ করছেন। পাউবোর জমি ওই জমির দক্ষিণ দিকে খালি পড়ে আছে। পাউবোর জমি দখলের খবরটি সঠিন নয়।
সাংবাদিক বন্ধুদের কাছে দেয়া অভিযোগটি সঠিক নয়। এ জমি কেনার পরে এমপি সাহেবের নামে বিএস রেকর্ড পর্যন্ত করা আছে। নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন।