দর্পণ ডেস্ক : নালিশ আর মামলা নিয়েই বিএনপিকে থাকতে হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আন্দোলন করে কিছু করতে পারবে না, তাই মামলা ছাড়া তাদের কিছু করার নাই। আর মামলা করার নিয়ম আছে, তারা তা করতে পারে। কিন্তু আন্দোলন করে কিছু করতে পারবে না। আন্দোলন করার ক্ষমতা ও সক্ষমতা নাই। নালিশ ও মামলা এ দু’টো নিয়েই তাদের থাকতে হবে।

আজ (রোববার) সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময়, দ্বিতীয় ধাপে ১২৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে এ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তৃণমূল ও জরিপে যারা এগিয়ে আছেন, তাদেরকেই উপজেলা পরিষদ নির্বাচনে দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে। শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়৷

যুদ্ধাপরাধীদের পরিবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এমন কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে। প্রয়োজনে মনোনয়ন বাতিল করা হবে।
এদিকে, বাংলাদেশের জনগণ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ (রোববার) সকালে রাজধানী উচ্চ বিদ্যালয় ও খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরস্বতী পূজায় বিপুল জনসমাগম প্রমাণ করে, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে দেশের মানুষ সব ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ধর্মীয় বিশ্বাস ভিন্ন হলেও তারা মনেপ্রাণে বাঙালি। এই বাঙালিরা সানন্দে সব উৎসব পালন করে থাকে।

এ সময়, সঠিক প্রজ্ঞা ও জ্ঞানের আলোয় বিকশিত হয়ে, সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশকে নেতৃত্ব দিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।