দর্পণ ডেস্ক : ইয়েমেনের আনসারুল্লাহর রাজনৈতিক দপ্তরের সদস্য ও প্রভাবশালী নেতা মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সম্পর্ক রয়েছে এবং তারা পরস্পরকে সহযোগিতা দিচ্ছে। আমেরিকা পরোক্ষভাবে আল-কায়েদাকে অস্ত্র দিচ্ছে বলেও তিনি জানান।

বাখিতি বলেন, আল-কায়েদা যেখানেই থাকুক কেন সেখানেই পরোক্ষভাবে অস্ত্র পৌঁছে দিচ্ছে আমেরিকা।

তিনি বলেন, ইয়েমেনে আগ্রাসনে আল-কায়েদার জড়িত থাকার বিষয়টি মার্কিন গণমাধ্যমের কাছে পরিষ্কার। কারণ এর আগে মার্কিন গণমাধ্যমেও সৌদি জোটের সঙ্গে আল-কায়েদার যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি প্রকাশিত হয়েছে। মার্কিন গণমাধ্যম ইচ্ছে করলে এখনও এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করতে পারে বলে তিনি মনে করেন।

ইয়েমেনি জাতির সঙ্গে বৈঈমানি করে যেসব ব্যক্তি আগ্রাসীদের সঙ্গে সহযোগিতা করছে তাদেরও কেউ কেউ আল-কায়েদার সঙ্গে তাদের যোগাযোগ ও সম্পর্কের কথা এর আগে স্বীকার করেছেন বলে জানান বাখিতি।