দর্পণ ডেস্ক : শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৭ রানে জয় নিয়ে নয়া অধিনায়ক হিসেবে ইমরুল কায়েসের হাতে উঠে কুমিল্লার দ্বিতীয় শিরোপা। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল। ব্যাটে ঝড় তুলে বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন। মাত্র ৫০ বলেই চতুর্থ দেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
শেষ পর্যন্ত ৬১ বলে ১৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তামিম।
তাতেই ৩ উইকেট হারিয়ে ১৯৯ রানের পুঁজি পায় ভিক্টোরিয়ান্সরা। জবাব দিতে নেমে দলের স্কোর বোর্ডে কোন রান যোগ না হতেই রান আউট হন ঢাকার ক্যারিবীয়ান ওপেনার সূনীল নারিন। সেই ধাক্কা সামলে দারুণ জুটি বাধেন রনি তালুকদার ও উপল থারাঙ্গা। পাওয়ার প্লেতে ৭১ রান তোলে এই জুটি। ১০২ রানের সময় থারাঙ্গা ৪৮ রানে থামেন। এরপর দলের আশা জাগিয়ে রনিও ৬৬ রানে আউট হন। তার বিদায়ের পর ঢাকার হার বাঁচাতে আর কেউ দাঁড়াতে পারেনি। তাদের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৮২ রানে। ম্যাচ সেরা হন তামিম।
ম্যাচ শেষে ইমরুল কায়েস বলেন, তামিম গ্রেট ক্রিকেটার। আজ সে তার ক্লাস দেখিয়েছে। এ ইনিংস দীর্ঘদিন ধরে মনে থাকবে। তামিম বলেন, বেশ কয়েকটি ম্যাচে আমি ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারছিলাম না। কে জানে, হয়তো ফাইনালের জন্যই সেরাটা জমিয়ে রেখেছিলাম। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন সাকিব।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার পক্ষে থারাঙ্গা আর রনি ছাড়া সবাই ব্যর্থ। থারাঙ্গা যখন আউট হন দলের স্কোর বোর্ডে ১০২ রান। এরপর লড়াই করতে থাকেন রনি। কিন্ত তাকে সঙ্গ দিতে এসে ৩ রান করে আউট হন অধিনায়ক সাকিব। বড় ধাক্কা আসে ৩৮ বলে ৬৬ রান করে রনি রান আউট হলে। তার ইনিংসে এসেছে ৬টি চার ও ৪টি ছয়ের মার।
মাত্র ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খেই হারায় ঢাকা। সেখান থেকে পথ দেখাতে এসে আরো বড় বিপদ ডেকে আনেন আন্দ্রে রাসেল। ৪ রান করে আউট হন তিনি। বলতে গেলে ঢাকার টপ ও মিডল অর্ডারের চার সেরা ব্যাটসম্যানই আউট হয়েছেন ২ অংক না ছুঁয়ে। দলীয় ৪১ রানের সময় আউট হন ঢাকার আরেক ক্যারিবীয় ভরসা পোলার্ড। তার ব্যাট থেকে আসে ১৩ রান। দলের স্কোর বোর্ডে আরো দুটি রান যোগ হতেই আউট হন শুভাগত হোম। সেখান থেকে লড়াই করতে থাকেন উইকেট কিপার-ব্যাটসম্যান নূরুল হাসান সোহান। কিন্তু তিনিও হাল ছাড়েন ১৫ বলে ১৮ রান করে। শেষ দিকে ৮ বলে ২ ছক্কায় ১৫ রান করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আউট হন মাহমুদুল হাসান। ঢাকা ম্যাচ হারে ১৭ রানে।
বিপিএলে প্রথম দুই শিরোপার মালিক ছিল ঢাকা গ্যালাডিয়েটরস।
এরপর তৃতীয় আসরে নয়া দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয় চ্যাম্পিয়ন। চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয় সাকিবের ঢাকা। আর ৫ম আসরে সেই শিরোপা ছিনিয়ে নিয়েছিল রংপুর রাইডার্স।