দর্পণ ডেস্ক : আগামী এপ্রিল মাসের মধ্যে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শেষ করবে আমেরিকা। একথা জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা পত্রিকাটিকে এ তথ্য নিশ্চিত করেছে।

ট্রাম্প প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা ওয়াল স্ট্রিটকে জানান, কুর্দি গেরিলাদের রক্ষার বিষয়ে পরিকল্পনা প্রকাশ করা না হলেও সিরিয়া থেকে আমেরিকা তার সব সেনা প্রত্যাহার করে নেবে।

মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বর মাসে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কথা জানান। সিরিয়ায় বর্তমানে ২,০০০ সেনা রয়েছে। তিনি সে সময় বলেছিলেন, সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীরা পরাজিত হয়েছে।

ট্রাম্পের এ সিদ্ধান্ত নিয়ে দেশে এবং বহির্বিশ্বে নানামুখী আলোচনা শুরু হয়। মার্কিন রাজনীতিকরা এর বিরোধিতা করলেও ইরান, রাশিয়া ও তুরস্কসহ বিশ্বের বহু দেশ এ সিদ্ধান্তের প্রতি সমর্থন দেয়। এসব দেশ সিরিয়ায় মার্কিন সেনা মোতোয়েন রাখার ঘোর বিরোধী।