দর্পণ ডেস্ক : দক্ষিণ কায়রোর মিনইয়া অঞ্চল থেকে ফেরাউনের আমলের অর্ধশত মমি আবিষ্কার করেছেন মিসরীয় প্রত্নতাত্ত্বিকরা ।

মিসরের পুরাতত্ব বিভাগের সেক্রেটারি জেনারেল মুস্তফা ওয়াজিরি বলেন, তবে এসব মমির পরিচয় এখনও জানা যায়নি।

তিনি বলেন, হায়ারোগ্লিফিকসে লেখা নামগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। মমি করার পদ্ধতি থেকে এটি পরিষ্কার যে সমাধিতে পাওয়া এসব মমিতে আভিজাত্য রয়েছে।

মিনইয়া বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষণা কেন্দ্রের যৌথ মিশনে এসব মমি উদ্ধার করা হয়। চলতি বছরে এটিই ছিল প্রথম কোনো মমি আবিষ্কারের ঘটনা।