দর্পণ ডেস্ক : শনিবার পাকিস্তানের জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওয়াজের মেয়ে মরিয়াম নওয়াজ জানিয়েছেন, পাঞ্জাব সরকারের নির্দেশের তার বাবাকে পুনরায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

চিকিৎসকদের ছয় সদস্যের একটি টিমের পরামর্শেই নওয়াজ শরিফকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে পূর্বাঞ্চলীয় লাহোর শহরের কোট লাখপাত কারাগার থেকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার মেডিকেল চেক-আপ এবং বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।

গত বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী
হিসেবে নির্বাচিত হয়েছেন। সর্বশেষ গত বছর নির্বাচনে অংশ নিতে দেশে ফেরার পরেই তাকে গ্রেফতার করা হয়।