দর্পণ ডেস্ক : শনিবার ভারতের বিহারে দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। গভীর রাতে রাজ্যের বৈশালি জেলার শাহাদাই বুজুর্গের কাছে এ দুর্ঘটনা ঘটে। কমবেশি আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী।
এনডিটিভির খবরে বলা হয়, দ্রুতগামীর যাত্রীবাহী ট্রেনটি বিহারের যোগবাণী থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি লাইনচ্যুত হয়ে তিনটি উল্টে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একটি বগির ভেতরে আরো লাশ আটকা পড়ে আছে বলে ধারণা পুলিশের। তারা বলছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।