দর্পণ ডেস্ক : রাশিয়া, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থনে দেশটিতে ভাড়াটে সেনা পাঠানোর কথা অস্বীকার করেছে। কোনো কোনো খবরে দাবি করা হয়েছিল যে রাশিয়ার প্রায় ৪০০ বেসরকারি সামরিক ঠিকাদার দক্ষিণ আমেরিকার দেশটিতে গেছে।
কিউবা হয়ে এ সব সেনা ভেনিজুয়েলায় গেছে বলে খবরে দাবি করা হয়েছিল। কিন্তু রুশ সরকার এ খবর অস্বীকার করেছে। ভেনিজুয়েলায় রুশ ভাড়াটে সেনা পাঠানো হয়েছে কিনা জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ পরিষ্কার ভাষায় বলেন, অবশ্যই না।
(ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো)
পাশাপাশি কারাকাসে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতও সেনা পাঠানো সংক্রান্ত খবরকে নাকচ করে দেন। অবশ্য এর আগে, মাদুরো সরকারকে ট্যাংক সরবরাহ করেছে মস্কো।
এ ছাড়া, রাশিয়া, ইরান এবং তুরস্ক এর আগে পৃথক ভাবে মাদুরোর প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করেছে।