ফাইল ছবি
চিকিৎসকদের উপজেলা পর্যায়ের হাসপাতালে এক বছর থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান।
শেখ হাসিনা বলেন, ‘চিকিৎসকদের দুই বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে, এক বছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে। ’
সব সরকারি হাসপাতালে রেফারেল পদ্ধতি চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে হবে।’
এ সময় দায়িত্ব পালনে ডাক্তার ও নার্সদের অবহেলা পেলে চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।