দর্পণ ডেস্ক : ২৩ জানুয়ারি বুধবার প্রিয়াঙ্কাকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক পদে নিয়োগ দিয়েছেন দলটির সভাপতি রাহুল গান্ধী। এর মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি।
প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের এআইসিসি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইদিনে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দিয়ে তাকে উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইতিমধ্যে নানা ইস্যুতে প্রশ্নের মুখে মোদী সরকার। ভারতজুড়ে বইছে মোদী বিরোধী হাওয়া। আর এমন মোক্ষম সময় তথা লোকসভা ভোটের আগে প্রিয়াঙ্কাকে এআইসিসি সাধারণ সম্পাদক পদে নিয়ে এলেন রাহুল। এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কা কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ায় সাধারণ মানুষের কাছে কংগ্রেসের গ্রহণযোগ্যতা বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
পর্যবেক্ষকদের একটা বড় অংশের ধারণা, সব রাজ্যে কংগ্রেসের সব স্তরের নেতাকর্মী থেকে শুরু করে আম জনতার মধ্যে প্রিয়াঙ্কার গ্রহণযোগ্যতা দাদী ইন্দিরা গান্ধীর মতোই। পরীক্ষিত না হলেও তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার ওপরও অনেকেই আস্থা রাখেন। এসব কারণেই তাকে কংগ্রেসের ‘ব্রহ্মাস্ত্র’ হিসেবেও উল্লেখ করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ। এবার লোকসভা ভোটের ঠিক আগে আগে আস্তিন থেকে সেই তুরুপের তাস বের করলেন রাহুল গান্ধী।