দর্পণ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান করে নিয়েছেন। বিশ্বের সেরা চিন্তাবিদদের এ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘দ্য ফরেন পলিসি’।
এসব চিন্তাবিদের নাম ও কাজের বর্ণনা প্রকাশ করেছে সাময়িকীটি তাদের ১০ম বার্ষিকীর বিশেষ সংস্করণে। শেখ হাসিনা সেখানে জায়গা করে নিয়েছেন। শেখ হাসিনাকে মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় এ সম্মান দেওয়া হয়েছে।
গত ১০ বছরে বিশ্বের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১০টি বিভাগে ১০ জন করে সেরা ব্যক্তিত্ব বেছে নিয়ে তৈরি করা হয়েছে এ তালিকা। তালিকায় ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা’ বিভাগে ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন শেখ হাসিনা।
এই বিভাগে সবার ওপরে আছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাশেম সুলেয়মানি। এর পর আছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ওরসুলা ফন ডার লেয়ান, মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ওলগা সানজেন করডেরো, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ, স্পেসএক্স-এর প্রেসিডেন্ট গুয়েনে শটওয়েল, প্যালানটিয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স কার্প, বেলিংক্যাট-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক ইলিয়ট হিগিংস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিস্লাভ সুরকভ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইন্দোনেশিয়ার সমুদ্র ও মৎস্যবিষয়ক মন্ত্রী সুশি পদজিয়াৎসু।