দর্পণ ডেস্ক : জর্দান প্রতিবেশী সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এর অংশ হিসেবে দামেস্কের দূতাবাসে চার্জ দ্যা অ্যাফেয়ার্স নিয়োগ দিয়েছে আম্মান। জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এ খবর দিয়েছে।
জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান সালমান আল-কুদাত জানিয়েছেন, ‘দামেস্ক দূতাবাসে চার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ের কর্মকর্তা নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে’।
জর্দানের এই সিদ্ধান্তের মাধ্যমে সিরিয়ার সঙ্গে আরব জাহানের সম্পর্ক উষ্ণ হওয়ার আরেকটি ইঙ্গিত মিলল। জর্দানের সরকারি বার্তা সংস্থা খবরটি নিশ্চিত করে তাদের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছে।
সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতার কারণে অন্তত সাড়ে ছয় লাখ উদ্বাস্তু জর্দানে আশ্রয় নিয়েছে। এসব সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি তুরস্ক, জর্দান, সৌদি আরব এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সরাসরি মদদ ছিল। সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণকেন্দ্র ও নিরাপদে আসা-যাওয়ার সুযোগ দিয়েছে জর্দান।