দর্পণ ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফরি বলেছেন, তেল আবিব বিমান বন্দরে পাল্টা হামলা চালিয়ে দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরে ইহুদিবাদী ইসরাইলের হামলার জবাব দেয়া হবে।
তেল আবিবে পর্যায়ক্রমে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। দামেস্ক তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইসরাইলি হামলার জবাব দেবে বলে জানান বাশার জাফরি।
পাশাপাশি সিরিয় ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত হামলা বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এগিয়ে আসার সময়ে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে জাতিসংঘকে লেখা এক চিঠিতে সিরিয়া সরকার দেশটিতে ধারাবাহিক ইসরাইলি হামলা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। সোমবার ভোররাতে ইহুদিবাদী ইসরাইলের হামলায় সিরিয়ার চার সেনা নিহত ও ছয়জন আহত হন। এসময় সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইল থেকে ছোঁড়া ৩০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা ভূপাতিত করে।