দর্পণ ডেস্ক : সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনীর অর্ধেকের বেশি যুদ্ধবিমান দেশে ফিরিয়ে নেয়ার পরিকল্পনা করছে লন্ডন।
ব্রিটিশ কমান্ডাররা গতকাল সোমবার নিশ্চিত করেছেন যে, সিরিয়া থেকে অন্তত আটটি টর্নেডো বিমান আগামী মাসে ব্রিটেনে ফিরে যাবে। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের আওতায় ব্রিটেন সিরিয়ায় এসব বিমান পাঠায়। আটটি বিমান ফেরত নেয়ার ফলে সিরিয়া মিশনে এখন ব্রিটেনের ছয়টি যুদ্ধবিমান থাকবে। ব্রিটিশ ডেইলি মেইল এ খবর দিয়েছে। ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে তার দেশের সেনা ফিরিয়ে নেয়ার কথা জানান। এরপর ব্রিটিশ সরকার যুদ্ধবিমান ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২০১৪ সাল থেকে আমেরিকা, ব্রিটেন ও তার মিত্ররা সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে বলে দাবি করে থাকে। তবে তাদের হামলায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তেমন কোনো ক্ষয়ক্ষতি হতে দেখা যায় নি। বরং মার্কিন নেতৃত্বাধীন জোটের নিস্ক্রিয়তার কারণে রাশিয়া সিরিয়ায় বিমান হামলা শুরু করে।