দর্পণ ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিনবলেছে, লেবাননসহ গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকা ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং এটা এমন একটি বাস্তবতা যা সবাই উপলব্ধি করে।
তিনি রোববার বৈরুতে এক বক্তৃতায় বলেন, আমেরিকা যখন সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অপমানজনকভাবে সিরিয়া থেকে নিজের সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তখনই দেশটির দুর্বলতা মারাত্মকভাবে ফুটে উঠেছে।
হিজবুল্লাহর এই শীর্ষস্থানীয় নেতা বলেন, আমেরিকার প্রতি লেবাননের একটি মহলসহ যেসব আরব জনগোষ্ঠীর ভুল ধারনা রয়েছে তাদের জেনে রাখা উচিত অতীতে এই আমেরিকা আরবদের পাশে দাঁড়ায়নি; কাজেই ভবিষ্যতেও প্রয়োজনের সময় আরবরা আমেরিকাকে কাছে পাবে না।