দর্পণ ডেস্ক : ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি রোববার রাজধানী তেহরানে পদস্থ সেনা কর্মকর্তাদের এক বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে বলেন, ‘মার্কিন সরকার ইরাক ও সিরিয়ায় ৭,০০০ বিলিয়ন ডলার খরচ করেও কোনো কিছু অর্জন করতে পারেনি। অথচ ইসলামি প্রজাতন্ত্র ইরান ওই দুই দেশে খুবই সামান্য অর্থ খরচ করে অনেক কিছু অর্জন করেছে’।

ইরানের শীর্ষ সেনা কমান্ডার বলেন, মধ্যপ্রাচ্যে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের বিরুদ্ধে যুদ্ধে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট বড় ধরনের সাফল্য অর্জন করেছে। ইরাক ও সিরিয়া থেকে আইএস উৎখাত হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

ইরানের সেনাপ্রধান বলেন, যেসব দেশ এতদিন উগ্র জঙ্গি গোষ্ঠী সৃষ্টি করে সিরিয়ার বৈধ সরকারের পতন ঘটাতে চেয়েছিল তারাই এখন দামেস্কে দূতাবাস খোলার জন্য লাইন ধরেছে।

বক্তব্যের অন্য অংশে জেনারেল বাকেরি বলেন, ইরানের সরকারের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টির লক্ষ্যে শত্রুরা তেহরানের বিরুদ্ধে সফ্‌ট ওয়ার শুরু করেছে। তারা ইসলামি বিপ্লবের প্রতি ইরানি জনগণের আস্থায় ফাটল ধরাতে চায়।কিন্তু ইরানের সচেতন জনগণ ও সরকার সে ষড়যন্ত্র কোনদিনও বাস্তবায়িত হতে দেবে না বলে তিনি মন্তব্য করেন।