দর্পণ ডেস্ক : ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান ড. পেইমান জেবেল্লি বলেছেন, তার দেশের ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকীর আগ মুহূর্তে তেহরানের ওপর রাজনৈতিক যুদ্ধ চাপিয়ে দেয়ার লক্ষ্যে আমেরিকা ইরানের প্রেস টিভির সাংবাদিক মার্জিয়া হাশেমিকে গ্রেফতার করেছে।

তিনি শনিবার তেহরানে ‘মানবাধিকার: আমেরিকা স্টাইল’ শীর্ষক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। জেবেল্লি বলেন, গত ৪০ বছর ধরে নানা ক্ষেত্রে ইরানের কাছে আমেরিকার পরাজয় এবং ইরানি জনগণের মার্কিন বিরোধী প্রতিরোধ ভুলতে না পেরে প্রেস টিভির সাংবাদিককে আটক করেছে ওয়াশিংটন।

মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একের পর এক পরাজয়ের কথা উল্লেখ করে বিশ্ব কার্যক্রমের প্রধান বলেন, ইরানের গণমাধ্যম থেকে একটি কথা বাইরের গণমাধ্যমে প্রচার হয়ে যায় কিনা সেই ভয়ে আমেরিকা ভীত। ওয়াশিংটনের দৃষ্টিতে যেসব গণমাধ্যম আমেরিকার দৃষ্টিভঙ্গি পোষণ করে না কিংবা ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের মতো আমেরিকার সরকারগুলোর অপরাধযজ্ঞ প্রকাশ করে দেয় সেসব গণমাধ্যমের অস্তিত্ব থাকা উচিত নয়।

আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান বলেন, আমেরিকায় জন্মগ্রহণকারী সাংবাদিক মার্জিয়া হাশেমি ইরানের ইসলামি বিপ্লবের সঙ্গে পরিচিত হওয়ার পর নবজন্ম লাভ করেন।তিনি তার দেশ, ধর্ম, নাম, পোশাক ও কর্মস্থল পরিবর্তন করে ইসলামি বিপ্লবের সঙ্গে একাকার হয়ে যান।এরকম একজন মানুষ সাম্রাজ্যবাদী আমেরিকার রোষাণলে পড়বে এটাই স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন।