দর্পণ ডেস্ক : ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত স্নাইপার সেনাদের গুলিতে আগ্রাসী সৌদি আরবের ১৪ সেনা নিহত ও দুজন আহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান সীমান্তে এসব সেনা নিহত হয়।

সৌদি সেনাদের বিরুদ্ধে চালানো অভিযান সম্পর্কে একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে ইয়েমেনি সেনারা। হুথি সমর্থিত স্নাইপার ইউনিট গত কয়েকদিনে জিজান সীমান্তের কয়েকটি স্থানে সৌদি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এর মধ্যে গত মঙ্গলবার ইয়েমেনি স্নাইপারদের গুলিতে সৌদি আরবের চার সেনা নিহত হয়।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুথি গেরিলাদের নির্মূলের লক্ষ্য নিয়ে এ আগ্রাসন চালাচ্ছে তবে এখনো পর্যন্ত কোনো লক্ষ্যই অর্জন করতে পারে নি। তবে সৌদি আগ্রাসনে ইয়েমেনের ব্যপিক ক্ষয়ক্ষতি হয়েছে। এসিএলইডি নামের একটি বেসরকারি সংস্থা সম্প্রতি এক গবেষণা রিপোর্টে বলেছে, সৌদি আগ্রাসনে ইয়েমেনের ৫৬ হাজার মানুষ মারা গেছে।