দর্পণ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে মার্কিন হামলার হুমকি সম্পর্কে বলেছেন, ‘মার্কিন সরকার এখনো ১০ বছর আগের মতো প্রলাপ বকে যাচ্ছে’।

আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল ২০০৯ সালে ইরানে হামলা চালানোর যে হুমকি দিয়েছিল তার সঙ্গে ২০১৯ সালের তুলনা করে জারিফ একথা বলেন। তিনি এক টুইটার বার্তায় কটাক্ষ করে বলেন, ‘এখনো সেই প্রলাপ, এখানো সেই দুর্বৃত্তপনা, এখনো সেই বিভ্রম’।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের বিরুদ্ধে হামলার পরিকল্পনা উত্থাপনের জন্য মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের তীব্র সমালোচনা করেন। ২০০৯ সালে জন বোল্টন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ছিলেন। গত বছরের এপ্রিলে তাকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়োগ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

(জন বোল্টন)

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গত ১৩ জানুয়ারি এক গোপন খবর ফাঁস করে জানায়, জন বোল্টন ইরানে সামরিক হামলা চালানোর যে পরিকল্পনা তৈরি করেছিলেন ২০১৮ সালের সেপ্টেম্বরে তাতে সম্মতি দিয়েছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। অবশ্য মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি।

২০০৯ সালে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর যে হুমকি ইহুদিবাদী ইসরাইল দিয়েছিল তাতে সম্মতি জানিয়েছিলেন জন বোল্টন।