দর্পণ ডেস্ক : দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর বিমান হামলা চালানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের সেনাদের প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা। এজন্য পেন্টাগন আরব আমিরাতে একটি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে বলে তথ্য ফাঁস হয়েছে।
মার্কিন সরকারের ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, ২০১৭ সালের ডিসেম্বর মাসে মার্কিন বিমান সংযুক্ত আরব আমিরাতের ছয়টি এফ-১৬ বিমানকে এস্কর্ট দিয়ে ইয়েমেনে বোমা হামলার প্রশিক্ষণ দেয়। মার্কিন সেনাদের তত্ত্বাবধানে আমিরাতের ১৫০ বৈমানিক প্রশিক্ষণ নেন।
(আরব আমিরাতি যুদ্ধবিমানের প্রশিক্ষণ)
ফ্রিডম অব ইনফরমেশন আইনের আওতায় ইয়াহু নিউজ মার্কিন সরকারের কাছ থেকে এ তথ্য পেয়েছে। মার্কিন সেনাদের কাছ থেকে প্রশিক্ষণ নেয়ার পর সংযুক্ত আরব আমিরাতের সেনাদেরকে ইয়েমেনে বিমান হামলার মিশনে নিয়োগ করা হয়।
এ প্রসঙ্গে আর্মস অ্যান্ড সিকিউরিটি প্রজেক্টের পরিচালক উইলিয়াম হারটং বলেন, সংযুক্ত আরব আমিরাতের সেনাদের প্রশিক্ষণ দেয়ার এই ঘটনা হচ্ছে ইয়েমেনের বর্বর যুদ্ধে আমেরিকার গভীরভাবে জড়িত থাকার আরেকটি উদাহরণ।