দর্পণ ডেস্ক : ইরাকের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ-আশ-শাবি মার্কিন সেনাদের তথ্য সংগ্রহের অভিযান রুখে দিয়েছে। এ নিয়ে তৃতীয় বারের মতো এ ধরণের অভিযান রুখে দেয়া হলো বলে জানিয়েছে আশশারক আল-আউসাদ।

সিরিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় এ অভিযান রুখে দেয়া হয়। হাশ্‌দ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নিয়ন্ত্রিত এলাকায় এ অভিযান চালানোর চেষ্টা করা হয়েছিল। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের কমান্ড এ প্রচেষ্টা রুখে দিয়েছে বলে হাশ্‌দ আশ-শাবির অপারেশন কমান্ডার কাসিম মোসলেহ এক বিবৃতিতে জানান।

বিবৃতিতে মার্কিন সেনাদের এ জাতীয় তৎপরতাকে ইরাকি সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়। ইরাকে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হাশ্‌দ আশ-শাবি।