লায়ন শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি: ভৈরবে মা ও ছোট ভাইদের বাড়ী থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার শিবপুর ইউনিয়নের ভাটি কৃষ্ণনগরের ইমাম হোসেন নামে এক সৎ পুত্রসহ তাদের ৮ ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগে প্রশাসনের সু-নজর চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এছাড়াও লুটপাট, বসত ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে বাড়ি থেকে ভূক্তভোগী পরিবারকে উচ্ছেদ করার পায়তারা করছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর শহরের বঙ্গবন্ধু স্মরনীর বায়েছ ভবনে মুভি বাংলা টিভি ভৈরব প্রতিনিধির অফিস কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন মা জাহানারা বেগম ও তার দুই পুত্র মনির ও শিমুল। এসময় মা জাহানারা বেগম বলেন, মা হয়েও সৎ পুত্রদের হাতে হামলার শিকার হয়েছি। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিনি এই ঘটনার উপযুক্ত বিচার দাবী করেন। এছাড়াও জাহানারা বেগমের চোট পুত্র শিমুল বলেন, আমার বাবা মৃত্যুর পূর্বে জায়গা সম্পত্তি সঠিক ভাগ-বাটোরা করতে যেতে পারেননি। ফলে বাবার মৃত্যুর পর থেকে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ সৎ ভাইদের সাথে বিরোধ চলে আসছে। এই পরিস্থিতিতে গত ৭ ডিসেম্বর সকালে পরিকল্পিত ভাবে আক্রমন চালায়। এ সময় আমার ভাই শিমুল আহত হয়। এছাড়াও ঘর ভাংচুর ও লুটপাট করে। এতে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নেয়া তারা এবং আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। বর্তমানে আমরা প্রায় দেড় মাস যাবত বাড়ি ছাড়া হয়ে মানবেতর দিনযাপন করছি। মেঝো ছেলে মনির হোসেন তার বক্তব্যে বলেন, আমার সৎ ভাইগণ আমারে হত্যার হুমকি প্রদান করে এবং আমাদের বসতঘরে ফার্নিচার ও আসবাবপত্র পুড়িয়া ফেলে ক্ষতিসাধন করে। গত ঘটনায় ১০ ডিসেম্বর আমার মা জাহানারা বেগম বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করে মামলা নং ১৭। মামলার পরে আসামীদের পুলিশ গ্রেফতার করতে ব্যর্থ হলে তারা কোর্ট থেকে জামিনে এসে পূনরায় আমাদের বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আসছে এবং লোকমূখে বলে বেড়াচ্ছে সুজুক পেলে প্রাণে মেরে ফেলবে। এছাড়া তারা আরো বলেন তোদের বাড়ি-ঘর পুড়েছি এ থানায় মামলা করছোস তো কি হইছে আমাদের পুলিশ ধরতে পারেনা নাই কোর্ট থেকে জামিনে এসে পড়েছি এখন তোদের প্রাণে মেরে আবার জেল খাটবো।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.