কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত এমপি মো: মহিব্বুর রহমান মহিব বলেছেন, ’রাঙ্গাবালী উপজেলার দখলকৃত সকল খাল-নালা উন্মুক্ত ঘোষণা করা হলো। কেউ কোন খালনালা বিট দিতে পারবে না। আজ থেকে সালিশ বাণিজ্য ও দুর্নীতি বন্ধ। যদি কেউ এসব করেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এসময় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেন তিনি।’ মঙ্গলবার শেষ বিকেলে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগের উদ্দোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বৃক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘রাতে মাদক কানেকশনে থেকে দিনে আওয়ামী লীগ নেতা সেজে সরকারের উন্নয়ন কাজের অংশীদার সাজবেন তা হবে না। ’উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) একে সামসুদ্দিন আবু মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপি’র সহধর্মীনি আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান ও রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল হোসেন আবু প্রমূখ।