দর্পণ ডেস্ক : মেয়র পদে উপনির্বাচন হতে বাধা নেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। এই নির্বাচনের উপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদউল্লাহর ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।

আইনানুযায়ী, এখন নির্বাচন কমিশন মেয়র নির্বাচনের উপর পুনঃতফসিল ঘোষণা করবে।

গত ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদসহ ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করা হয়। ওই দুটি রিটের প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চ উত্তর সিটি করপোরেশনের নির্বাচনের উপর স্থগিতাদেশ দেন।

একই সঙ্গে তফসিল কেন আইনগত কর্তৃত্ববহির্ভুত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আজ আদালত এই রুল খারিজ করে দিয়েছেন।